শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পেশিশক্তির রাজনীতি আর চলবে না: তাসনিম জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
expand
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা

রাজনীতিতে পেশিশক্তির প্রভাবের যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তার মতে, সময় এসেছে আদর্শভিত্তিক রাজনীতি ও গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের।

শনিবার (১ নভেম্বর) সকালে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংলাপের মূল বিষয় ছিল রাজনীতিকদের মধ্যে মতাদর্শিক সংলাপ ও গণতান্ত্রিক অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখা।

ডা. জারা বলেন, রাজনীতিকদের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য এখনও গড়ে ওঠেনি। মতের অমিল থাকতেই পারে, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি টিকে থাকলে তার মধ্য দিয়েই সমাধান খুঁজে পাওয়া সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দায়িত্ব কার ওপর, তা স্পষ্ট করা হয়নি। তবে বাস্তবে কোনো পরিবর্তন আনতে হলে রাস্তায় নামা ছাড়া উপায় নেই। আন্দোলন ও অনশনই দাবি আদায়ের পরীক্ষিত পথ।

রাজনীতির ধরন পরিবর্তন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, যে রাজনীতি এতদিন পেশিশক্তির ওপর দাঁড়িয়ে ছিল, সেই ধারা এখন আর কার্যকর নয়। সময়ের সঙ্গে রাজনীতির প্রকৃতি বদলে গেছে। নতুন প্রজন্ম এই পরিবর্তন চায়, তারাই এগিয়ে আনবে নতুন রাজনীতির ধারা।

তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তিনি বলেন, তরুণদের জন্য একটি সুস্থ ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমরা প্রস্তাব দিয়েছিলাম ভোটাধিকার বয়স ১৬ বছরে নামিয়ে আনার। বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে এমন ব্যবস্থা রয়েছে। কিছু কাঠামোগত পরিবর্তন না আনলে এ প্রস্তাব বাস্তব রূপ পাবে না।

নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে তাসনিম জারা বলেন, নারীরা গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে তাদের উপস্থিতি এখনো সীমিত। আমরা সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০-তে বাড়ানোর প্রস্তাব দিয়েছিলাম, যাতে নারীদের ভূমিকা আরও শক্তিশালী হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন