

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সম্প্রতি এক আলোচনা সভায় এই ঘটনা ঘটে। সভায় নুর ও হাসনাত পাশাপাশি বসেছিলেন।
বক্তব্যে নুরুল হক নুর বলেন, “এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা দেওয়া জরুরি। মান্না ভাইয়েরা আগেও শাপলা চেয়েছিলেন, কিন্তু গেজেটে শাপলা না থাকার কারণে তাদের দেওয়া হয়নি।
মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি, এসপি বা ইউএনও হয়নি। আমার সুপারিশেও কেউ হয়নি। কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি ও ইউএনও নিয়োগ পেয়েছে।”
নুরের বক্তব্যের সঙ্গে সঙ্গে স্পিকার চালু করলে হাসনাত বলেন, “তুমি পরে বলো।” কিন্তু নুরের নির্দেশ অগ্রাহ্য করে হাসনাত চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “কেউ যদি প্রমাণ দেখাতে পারেন যে, আমি কখনও এসপি, ডিসি, ইউএনও বা ওসির নিয়োগের জন্য সুপারিশ করেছি, তাহলে রাজনীতি থেকে ইস্তফা দেব।”
এ সময় হাসনাত নুরকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, “আপনিও বিভিন্ন লিস্ট পাঠিয়ে ভাগ-বাটোয়ারায় না মেলায় এনসিপির সমালোচনা করছেন।”
নুর বলেন, “এরা নতুন রাজনীতির লোক, তাই তাদের শিষ্টাচারে কিছু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।”
মন্তব্য করুন
