বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে এনসিপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নিয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, কনভেনশন হলে তৃতীয় তলায় ঢাকা মহানগর ও ঢাকা জেলা এনসিপির সমন্বয় সভা চলছিল।

ঠিক তখনই দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তা হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন।

জানা গেছে, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ানকে বিষয়টি দেখাশোনার দায়িত্ব দেন।

অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে নেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এরপর বংশালের নেতারা টাকা ফেরত চাইতে গেলে রিয়ানের সঙ্গে মীমাংসা করতে ব্যর্থ হন। শুক্রবার কনভেনশন হলে মুখোমুখি হওয়া দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানাচ্ছেন, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পুলিশ এখনও ঘটনাস্থলে তদারকি করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন