

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি দলের সঙ্গে রয়েছেন এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত এনসিপির সাথেই থাকবেন।
সম্প্রতি তার পদত্যাগের খবরকে ‘সম্পূর্ণ গুজব’ বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমার পদত্যাগের খবর একেবারেই ভিত্তিহীন। অনেক সময় অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল তথ্য ছড়ানো হয়—এটি তারই একটি উদাহরণ।”
তিনি বলেন, “দেশে আগের মতোই প্রশাসন ও আমলাতন্ত্রের মধ্যে দুর্নীতির প্রবাহ রয়ে গেছে। অনুসন্ধানী সাংবাদিকতা যদি সত্যিই দরকার হয়, তবে সেটি হওয়া উচিত এই দুর্নীতি, সংস্কার ব্যর্থতা ও নীতিগত বিচ্যুতি নিয়ে—কোনো ব্যক্তি বা গুজবকে ঘিরে নয়।”
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “একটি ব্যবসায়িক গোষ্ঠী রয়েছে, যাদের নিজস্ব মিডিয়া আছে। সেখানেও অনেক সময় দায়িত্বশীল সাংবাদিকরা অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। এই প্রবণতা বন্ধ করতে হবে।”
এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, তিনি এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন। পরবর্তীতে এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টিকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে জানানো হয়।
মন্তব্য করুন