

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন বলে ছড়িয়ে পড়া খবর ভুল ও ভিত্তিহীন দাবি করেছে দল।
এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ এই সংবাদকে ‘গুজব’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ানো হয়েছিল যে, পাটওয়ারী তার পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দল থেকে নিশ্চিত করা হয়েছে, তিনি এখনো এনসিপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গে আছেন। সাম্প্রতিক কালে নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন-সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বে রয়েছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির বিষয়টি সত্য নয়।
এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পাটওয়ারীর পদত্যাগ সংক্রান্ত খবর গুজব ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, এমন অসত্য ও ভিত্তিহীন খবরের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
এর আগে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পাটওয়ারীর স্থলাভিষিক্ত করার পরিকল্পনা আছে।
খবর অনুসারে, এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় পাটওয়ারী দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু দলের হাইকমান্ড এখনো তা গ্রহণ করেননি। তিনি প্রাথমিক সদস্য হিসেবে দলের সঙ্গে থাকতে চেয়েছেন।
মন্তব্য করুন
