বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দল থেকে পদত্যাগ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লেও, বিষয়টি ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এবং এখনো বিভিন্ন উইংয়ের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তার পদত্যাগ বা অব্যাহতির খবর সম্পূর্ণ মিথ্যা।

অন্যদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাতে এক ফেসবুক পোস্টে লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর গুজব ছাড়া আর কিছু নয়। এমন ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির নিন্দা জানাচ্ছি।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানানো হয়, দুই সপ্তাহ আগে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলের হাইকমান্ড এখনও তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বলেও সেইসব খবরে উল্লেখ করা হয়।

দলীয় সূত্রগুলো বলছে, এনসিপির নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক কিছু মতপার্থক্য থাকলেও, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তার পদত্যাগের গুঞ্জন বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন