শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী সংসদে কারা যাবে সেটা নির্ধারণ করবে এনসিপি: সারজিস আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩২ এএম
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম
expand
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সংসদে যাবে, তা নির্ধারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের দলই হবে পরবর্তী সংসদের গঠনে অন্যতম নির্ধারক শক্তি। নির্বাচন কমিশন হয় আমাদের ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেবে, না হলে কেন দিচ্ছে না—তার আইনি ব্যাখ্যা দিতে হবে।

তিনি অভিযোগ করেন, এনসিপির নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের যেকোনো স্বেচ্ছাচারী আচরণ গ্রহণযোগ্য নয়। আইনগতভাবে কোনো বাধা না থাকা সত্ত্বেও প্রতীক ব্যবহারে ইচ্ছাকৃত বাধা দিলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলেও সতর্ক করেন তিনি।

এ বিষয়ে প্রয়োজনে এনসিপি আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আন্দোলনে নামবে বলে ঘোষণা দেন সারজিস আলম।

সারজিস আলম বলেন, এনসিপি বিশ্বাস করে জনগণের আশা-আকাঙ্ক্ষাই রাজনীতির চালিকা শক্তি। জুলাই সনদে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেখে আমরা কোনো কাগজে সই করব না।

তার ভাষায়, আমরা দলীয় সুবিধা চাই না। আমরা চাই জনগণের পক্ষে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবে রূপ পাক। নির্বাচনে অংশগ্রহণ বা কিছু আসন পাওয়া আমাদের লক্ষ্য নয়; আমাদের লক্ষ্য জনগণের বিশ্বাস অর্জন করা।

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক আরও বলেন, আসন্ন নির্বাচনে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করবে এনসিপি। জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের উন্নয়ন, অবহেলা দূরীকরণ ও সাধারণ মানুষের স্বার্থরক্ষাকেই তারা রাজনৈতিক অগ্রাধিকারে রাখবে।

তার বক্তব্যে উঠে আসে, জনগণের স্বার্থ রক্ষা করতে পারলেই দেশের স্বার্থ রক্ষা সম্ভব। এনসিপি সেই বিশ্বাস থেকেই রাজনীতি করছে।

ইলেক্টোরাল এলায়েন্স বা জোট গঠনের বিষয়ে সারজিস আলম বলেন, এখন পর্যন্ত এনসিপি কোনো দলের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি।

যদি কোনো রাজনৈতিক দল জুলাই সনদের প্রতিটি পয়েন্ট বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়, জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক থাকে এবং গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে অবস্থান নেয়—তাহলে আমরা জোট নিয়ে ভাবতে পারি। নইলে এনসিপি নিজস্ব পরিচয় ও প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে।

সারজিস আলম স্পষ্টভাবে বলেন, আগামীর রাজনীতি হতে হবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিতার ওপর ভিত্তি করে। এনসিপি সেই দিকেই এগোচ্ছে। কিন্তু যদি নির্বাচন কমিশন আইন উপেক্ষা করে আমাদের প্রতীক আটকে দেয়, আমরা কেবল আইনি পথে নয়, রাজপথেও লড়াই করব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন