

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রংপুর-৪ আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্য - সমর্থিত জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, যে আসনে মার্কা শাপলা কলি, সেই আসনে সবার মার্কা দাাঁড়িপাল্লা, যেই আসনে রিকশা মার্কা, সেই আসনেও সবার মার্কা দাাঁড়িপাল্লা।
এবারে দাঁড়িপাল্লার জয় হবে। সেই জয় রংপুর থেকেই হবে। রংপুরের মতো দেশের মানুষ মুখিয়ে আছে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রতীকে ভোট দিতে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় টাউন হল চত্বরের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত দশ দলীয় নির্বাচনী ঐক্য - সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থীদের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ভোটারদের সঙ্গে করা ওয়াদা পালন নিয়ে আখতার হোসেন বলেন, আমরা মিথ্যা কোনো কথা দিতে চাই না। আমরা যে ওয়াদা করবো তা সঠিকভাবে বণ্টন করতে চাই।
ন্যায্য বিচার চাই, আমরা যার যেটা হক তার কাছে পৌঁছাতে চাই। আমরা সকল পক্ষকে ধারণ করে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। দেশের অর্থনীতি কিনারে ফেলে রেখে কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না।
বিএনপিকে ইঙ্গিত করে আখতার হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে কেউ কেউ। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা যে ফ্যামেলি কার্ড দিতে চাচ্ছেন, সেই ফ্যামেলি কার্ড পরিবারের কাছে পৌঁছে যে দেবেন তার কি কোনো গ্যারান্টি আছে?
তিনি আরও বলেন, আমরা যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে বাংলাদেশের রাজনীতি করতে চাই। তাই আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সাওতালসহ সকল জনগোষ্ঠীর মানুষেরা ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। সেই নিরাপত্তার চাদরে রেখে দেশকে নেতৃত্ব দিতে চাই।
১০ দলীয় জোটের এই নির্বাচনি জনসভায় মহানগর জামায়াতের সভাপতি এটিএম আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের প্রার্থী এ টিএম আজহারুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও রংপুর-৩ আসনের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, জেলা জামায়াতের আমির ও রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগতুল্লাহ সিগবাসহ নেতারা।
মন্তব্য করুন
