শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা নিরাপদ জীবন চায়: নাহিদ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
নাহিদ ইসলাম
expand
নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা নিরাপদ জীবন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান চায়। যারা ফ্ল্যাট দেওয়ার কথা বলে, তাদের বস্তি উচ্ছেদ পরিকল্পনা আছে— এ ধরনের প্রতারণা জনগণ বুঝে গেছে। জনগণকে কার্ড দিয়ে সুবিধা দেওয়া হোক, আমরাও চাই। কিন্তু কার্ড পৌঁছাতে ঘুষ-চাঁদাবাজি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘যারা ঋণ খেলাপী, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না—এটা জনগণের স্বার্থে। তারা সংসদে গেলে আবারও ঋণ নেবে, টাকা লুটবে, পাচার করবে। আমরা সেই বাংলাদেশ চাই না। আমরা তো এই লুটেরাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করেছি। পরে নতুন কোনো লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না। বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতায় যেতে দেবে না।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর–১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৫ আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমানের জনসভায় এসব কথা বলেন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসীকে ফ্ল্যাটের নাম করে উচ্ছেদ করে যে পরিকল্পনা করা হচ্ছে, সেটি গ্রহণযোগ্য নয়। তাই জনগণকে সতর্ক থাকতে হবে এবং প্রকৃত উন্নয়নমূলক কাজের পক্ষে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি ১০ দলীয় ঐক্যের প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচন শুধু সরকার বদলের নয়, দেশ বদলের নির্বাচন। ক্ষমতা বদলের নয়, কাঠামো বদলের নির্বাচন। এর সঙ্গে গণভোটও আছে।’

নাহিদ আরও বলেন, ‘গণভোটে আমরা ‘হ্যাঁ’ দেব, ইনআশাল্লাহ ১০ দলীয় ঐক্যজোট জয়ী হবে। গণভোটে পরিবারতন্ত্র, দুর্নীতিবাজ, বৈষম্য ও আধিপত্যকে ‘না’ বলে ইনসাফের পক্ষে ভোট দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X