

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি দেশে এসে মুসলমানদের কুফরি আখ্যা দিয়েছেন। এই ধরনের ফতোয়া ও আক্রমণ আমাদের গ্রহণযোগ্য নয়। তারা যে রাজনীতি চায়, সেই রাজনীতি ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসনের—সেই ধরনের শাসন আমরা চাই না, আমরা একটি নতুন বাংলাদেশ চাই।
তিনি বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে আজানের ধ্বনিতে প্রতিটি কাজ পরিচালিত হবে। পুরানো ধাঁচের রাজনীতি চলতে থাকলে দেশের জন্য ফয়েল হবে, কারণ এতে মানুষের জীবন দান অর্থহীন হয়ে যাবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর–১০ নম্বর আদর্শ স্কুল মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের আমিরের জনসভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, বর্তমান রাজনীতি সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গেছে। কিছু সংখ্যক লোক দলের আড়ালে চাঁদাবাজি করে মানুষের জীবন বিপন্ন করছে। তাই চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়তে চাই তারা।
তিনি আরও বলেন, আজকের বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী স্বাধীন সার্বভৌম দেশ গড়তে হবে। নারীদের ওপর হামলা, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন—এসব বিষয়ে জনগণের মাঝে উদ্বেগ দেখা যাচ্ছে। শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারও নেই, এ ধরনের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করতে হবে। মিলন আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যারা নারীদের বোরকা ধরে টানাটানি করে, আমাদের ভাইদের অত্যাচার ও আহত করে—তারা ক্ষমতায় গেলে নারীদের কী অবস্থা হবে, দেশবাসী তা ভালোভাবে বুঝছে।
তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে বলেন, বড় একটি দলের প্রধানের বক্তব্যে শুধু জামায়াতকেই আক্রমণ করা হচ্ছে। জামায়াতে ইসলামীর লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করছে—এমন উদাহরণ যদি কেউ দেখাতে পারেন, তবে সেটি প্রমাণ করা উচিত।
মিলন আরও বলেন, তারেক রহমান ফতোয়া দিয়েছেন, জামায়াতে ইসলামী লোকেরা কুফরি করছে। ১৭ বছর পরে লন্ডন থেকে এক মুফতি এসে মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন। যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসন আমরা চাই না। যে দেশে হাদিকে হত্যা করা হয়, সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই—যেখানে তরুণরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
মিলন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা নির্বাচনের কথা ভয় পান। তাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা হয়েছে। সকলে মিলে নতুন, স্বাধীন, সার্বভৌম, চাঁদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।
মন্তব্য করুন

