শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসন, গোয়েন্দ সংস্থা একটা পার্টি অফিসকে কেবলা বানিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া
expand
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া

প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা একটা পর্টি অফিসকে কেবলা বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতান্ত্রিক হবে কি না, নাকি প্রসাশনের মাধ্যমে একতরফা একটা দলকে নির্বাচিত করবে এই বিষয় জনমানে দিধাদন্ধ তৈরি হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ায় এক তরফা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন।

নির্বাচনী কার্যক্রমকে ঘিরে কমিশন যদি পক্ষপাতিত্ব করে কিংবা বড় কোন দলের প্রতি ঝুকে পড়ে আর একটি পাতানো নির্বাচনের দিকে যায় তাহলে জুলাই গণঅভ্যুত্থানের মত আবারও রাজপথে নামার হুশিয়ারি দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X