

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জয়ী হয়েছেন।
এর মধ্য দিয়ে শীর্ষ তিন পদেই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরাজয় হলো।
কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭৬ ভোটে হারিয়েছেন। রিয়াজুল পেয়েছেন মোট ৫ হাজার ৫৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
নির্বাচনে পরাজয়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন রাকিব।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমি মো. রাকিব, আপনাদের এ কে এম রাকিব। জকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করেছিলাম।’
রাকিব বলেন, ‘এই যাত্রায় বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-আপু, সিনিয়র-জুনিয়র, সহযোদ্ধারা দিনরাত এক করে আমার জন্য খেটেছিলেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রচারণা চালিয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।’
তিনি আরো লিখেছেন, ‘আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছি। আপনাদের আশানুরূপ ফল অর্জন করতে পারিনি। এজন্য আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী।’
মন্তব্য করুন

