শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ চূড়ান্ত হতে পারে নবম পে-স্কেলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা নবম জাতীয় পে-স্কেল নিয়ে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এদিন দুপুর ১২টায় সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সভায় গ্রেড কাঠামো ও বেতন নির্ধারণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবে কমিশন।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০টি গ্রেড কার্যকর রয়েছে। তবে নতুন পে-স্কেলে গ্রেড সংখ্যা কমানো হবে কি না—এ বিষয়টি আজকের বৈঠকে অন্যতম আলোচ্যসূচি। কমিশনের সদস্যদের মধ্যে এ নিয়ে মতভেদ দেখা গেছে।

এক পক্ষের মত হলো, বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে যৌক্তিকভাবে বেতন ও ভাতা বাড়ানো উচিত। অপরদিকে অন্য একটি অংশ মনে করছে, বেতন কাঠামোকে আরও সহজ ও সময়োপযোগী করতে গ্রেড সংখ্যা কমিয়ে ১৬তে নামিয়ে আনা প্রয়োজন।

বেতন কমিশন সূত্রে জানা গেছে, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন দপ্তর ও সংগঠন থেকে পাওয়া মতামত পর্যালোচনা করে প্রতিবেদন প্রস্তুতের কাজ প্রায় শেষ হয়েছে। কমিশনের লক্ষ্য একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সুপারিশমালা তৈরি করা।

আজকের পূর্ণাঙ্গ সভায় বাকি বিষয়গুলোতেও সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে। একই সঙ্গে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার সময়সূচিও এই বৈঠক শেষে নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X