শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা
expand
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শত শত নারী পুরুষ।

এসময় তারা থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ভবেরচর বাসষ্টান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে নয়ানগর গ্রামের শত শত নারী পুরুষ। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে থানার নতুন গেটের সামনে মানববন্ধন করেন তারা।

এ সময় স্থানীয় ইউপি সদস্য মামুন রাঢ়ী বলেন, জান্নাত একজন প্রতিবাদী যুবক ছিল, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়, আমরা দ্রুত আসামীদের গ্রেপ্তার ও ফাঁসি চাই।

মানববন্ধনে রুবিনা আক্তার নামে এক নারী বলেন, আজ ১৮/২০দিন হয়ে গেলো এখনো একজন আসামীও আটক করতে পারলো না পুলিশ, তাদের কর্মকান্ডে আমরা হতাশ, তারা চুপ কেন?

নিহত জান্নাতের মা জাহানারা বেগম বলেন, আমার চোখের পানি শেষ হয়ে গেছে, ঘুমিয়ে থাকা ছেলেটাকে ডেকে এনে আমার চোখের সামনেই কুপিয়ে হত্যা করলো। কোথায় গেলে, কার কাছে গেলে বিচার পাবো? আমাকে বলেন আমি সেখানেই যাব আমি আর সহ্য করতে পারছি না।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, আমরা জান্নাত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি, দ্রুত আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাই তারেক আর রিয়াদের মধ্যে ঝগড়া বাঁধলে জান্নাতকে ডেকে নিয়ে যায় তাদের মা তাসলিমা বেগম। এ সময় তাদের দায়ের কোপে নিহত হন জান্নাত। তিনি উপজেলা গজারিয়া ইউনিয়নের নয়া নগর গ্রামের আব্দুল হকের ছেলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X