শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুধু বাংলাদেশিদের জন্য কঠিন নিয়ম করলো যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ প্রক্রিয়া আরও কঠোর হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ সিদ্ধান্ত অনুযায়ী, ‘ভিসা বন্ড’ বা জামানত প্রদান করতে হবে- এমন দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়েছে।

৬ জানুয়ারি প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। নতুন ব্যবস্থায় ভিসার ধরন ও আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য উপযুক্ত হলেও কনস্যুলার কর্মকর্তা চাইলে তার ক্ষেত্রে এই বন্ড আরোপ করতে পারবেন। মূল উদ্দেশ্য হলো- ভিসার শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান বা ‘ওভারস্টে’ করার প্রবণতা কমিয়ে আনা। পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা বন্ডের আওতায় থাকা বাংলাদেশি যাত্রীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন মাত্র তিনটি নির্ধারিত বিমানবন্দর দিয়ে। সেগুলো হলো- বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর। এসব ছাড়া অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করলে বন্ডের শর্ত লঙ্ঘিত বলে গণ্য হবে।

নির্ধারিত রুটের বাইরে প্রবেশ বা প্রস্থান করলে জামানতের অর্থ ফেরত পাওয়া জটিল হতে পারে। এমনকি অন্য বিমানবন্দর দিয়ে ঢোকার চেষ্টা করলে প্রবেশে বাধাও দেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্ডের অর্থ তিনটি ধাপে নির্ধারণ করা হবে- ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত প্রোফাইল, ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসা সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এই অঙ্ক ঠিক করবেন।

মার্কিন প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, এই জামানত ফেরতযোগ্য। ভ্রমণকারী যদি অনুমোদিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, ভিসা পেয়েও সফর না করেন বা প্রবেশের অনুমতি না পান- তাহলে জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। তবে কেউ যদি নির্ধারিত সময় অতিক্রম করে অবস্থান করেন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয় বা ভিসার ধরন পরিবর্তনের আবেদন করেন, সেক্ষেত্রে জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হবে।

এই বন্ডের টাকা জমা দিতে হবে মার্কিন সরকারের অনলাইন পেমেন্ট সিস্টেম ‘Pay.gov’-এর মাধ্যমে। বর্তমানে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ এই ভিসা বন্ড কর্মসূচির আওতায় রয়েছে। তালিকায় আলজেরিয়া, কিউবা, নেপাল ও ভুটানের মতো দেশও রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ ব্যয়বহুল হওয়ার পাশাপাশি ভিসা প্রক্রিয়াও আরও জটিল হয়ে উঠতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X