মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘কোনও প্রশ্নবিদ্ধ ব্যক্তির কাছ থেকে জামায়াত অনুদান নেয় না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয় ও ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখে, এ কথা জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘জামায়াতের কোনো আয় রশিদ ছাড়া হয় না, আর কোনো ব্যয় ভাউচার ছাড়া করা হয় না।’

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর রমনায় ঢাকা ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস আয়োজিত ‌‘বাংলাদেশে রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি ও ব্যবসা সুরক্ষা: বাস্তবতা ও সমাধানের পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জুবায়ের এই মন্তব্য করেন।

জুবায়ের জানান, দলের আয়ের প্রধান উৎস হলো সদস্য ও কর্মীদের অনুদান। এছাড়া শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সমাবেশ থেকেও অনুদান নেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন, ‘কোনও প্রশ্নবিদ্ধ ব্যক্তির কাছ থেকে অনুদান নেওয়া হয় না।’

তিনি দাবি করেন, জামায়াতের সব আয়ের হিসাব-নিকাশ লিপিবদ্ধ থাকে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নিয়ম পালন করা হয়।

নির্বাচনী প্রচারণার খরচও দলের ফান্ড থেকেই করা হয়, এজন্য সদস্যদের এক মাসের আয় সংগ্রহ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন