রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
ডা. শফিকুর রহমান
expand
ডা. শফিকুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণার পর জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি স্ট্যাটাসে এ অভিনন্দন প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “অভিনন্দন জাকসু। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সমস্ত কার্যক্রম সম্পন্ন হলো।

নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও প্রার্থী প্যানেলকে অভিনন্দন জানাই। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি জানাই উষ্ণ অভিনন্দন।

আজ তাদের হাতে যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, তা স্মরণ রেখে আমরা আশা করব, তারা ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবেন। মহান আল্লাহ যেন তাদের এ কাজে সহায়তা করুন।”

তিনি আরও যোগ করেন, “সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও নির্বাচনে জড়িত সকলকে ধন্যবাদ।

সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তাদেরও ধন্যবাদ জানাই।

সর্বোপরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক মিলে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন—আমরা তাদের এ প্রত্যাশা রাখছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন