

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার ঘোষণা করা হবে। এ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
সকালে সুপ্রিম কোর্ট এলাকা থেকে শুরু করে ট্রাইব্যুনাল চত্বর পর্যন্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। মাজার গেটের কাছেও সেনাসদস্যদের অবস্থান করতে দেখা গেছে। ট্রাইব্যুনালের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন।
আজ চব্বিশে জুলাইয়ের গণহত্যা-সংক্রান্ত এ মামলার রায় ঘোষণা করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয় রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে, যাতে সাধারণ মানুষও বিচারপ্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারেন।
ট্রাইব্যুনালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে এ রায় শুধু দেশের মানুষেরই নয়, আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের ভাষায়, এই রায় ভবিষ্যতের জন্য একটি নজির হয়ে থাকবে বলেই সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
