

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের পুনর্গঠনের জন্য এখনই একটি গুরুত্বপূর্ণ সময়। তিনি মনে করেন, এমন সুযোগ বারবার আসে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সুযোগ কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর একটি কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, কিছু রাজনৈতিক দল দাবি করছে— ক্ষমতায় এলে তারা জামায়াত ছাড়া অন্য সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। “আমাদের অবস্থান ভিন্ন,” উল্লেখ করে তিনি বলেন, “জনগণের ভোটে আমরা দায়িত্ব পেলে বিএনপিকেও সরকার পরিচালনায় অংশীদার করব।”
এর আগে বিকেলে সিলেট-৪, ৫ ও ৬ আসনের ভোটকেন্দ্র পরিচালনাকারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন দূর হলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। আগামী নির্বাচন শুধু দেশের ভবিষ্যৎ নয়, ইসলামী আন্দোলনের জন্যও বড় পরীক্ষা।
তিনি আরও বলেন, “জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে জামায়াত প্রস্তুত। ক্ষমতায় এলে আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব। এই লক্ষ্য অর্জনে সবার ঐক্য ও ধৈর্য প্রয়োজন।”
নির্বাচনে বাধা আসতে পারে জানিয়ে জামায়াত আমির বলেন, “চাপের মুখে ভয় না পেয়ে আল্লাহর ওপর ভরসা রেখে আমাদের এগিয়ে যেতে হবে। জাতীয় স্বার্থে আসন সমঝোতায় জামায়াত ছাড় দিতে প্রস্তুত।”
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের আমির ও সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাশুক আহমদ।
সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর আমির ও সিলেট-৬ আসনের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-২ আসনের প্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, সিলেট-৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৪ আসনের প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৩ আসনের প্রার্থী মাওলানা লোকমান আহমদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।
মন্তব্য করুন
