

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস দিয়েছেন।
নিউইয়র্কে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানের আয়োজনে এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
সংবর্ধনা সভায় ডা. শফিকুর রহমান বলেন, বদনাম দেয়া হয়, ক্ষমতায় গেলে আমরা নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখব। কিন্তু এতো তালা কেনার টাকা কোথায়?
তিনি নারীদের কর্মবৈষম্যের কথা উল্লেখ করে বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, আবার সেই সন্তানকে দুধ দিয়ে লালন করছেন। আবার একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন।
নারী ও পুরুষ উভয়ের আট কর্মঘণ্টাকে নারীদের প্রতি অবিচার হিসেবে আখ্যায়িত করেন তিনি। জামায়াত আমীর বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া হবে।
বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চান বাংলাদেশের মানুষ বলেও মন্তব্য করেন তিনি।
ভাষণে ডা. শফিকুর রহমান বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এছাড়াও ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াতের আমীর।
মন্তব্য করুন
