

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্ষমতায় এলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে মুসলিম বিশ্বের যাকাত বাংলাদেশে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
ড. তাহের বলেন, “যদি সরকারি উদ্যোগে যাকাত সংগ্রহ করা যায়, তাহলে তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। শুধু দেশের ভেতরের যাকাত নয়, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে যে বিপুল পরিমাণ যাকাত আদায় হয়, সেই অর্থ বাংলাদেশে আনার প্রচেষ্টা চালানো হবে। এতে হাজার হাজার কোটি টাকার একটি শক্তিশালী তহবিল গড়ে তোলা সম্ভব হবে।”
যাকাতের সঠিক ব্যবহারের একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, “ধরুন, একজন তরুণকে যাকাত তহবিল থেকে পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হলো। এই অর্থ দিয়ে সে ১০টি বাদামের ব্যবসার কার্ট চালু করতে পারে। প্রতিটি কার্টে ২০ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন প্রায় ৭০০–৮০০ টাকা লাভ আসবে। মাস শেষে শুধুমাত্র একজন উদ্যোক্তার আয় দাঁড়াবে প্রায় ৯০ হাজার টাকা। এতে অন্তত ১০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
প্রবাসীদের অবদান প্রসঙ্গে ড. তাহের আরও বলেন, “দেশের আন্দোলন ও সংগ্রামে প্রবাসীরা যে ভূমিকা রেখেছেন, মানুষকে যে ভাবে উৎসাহিত করেছেন, তা শুধু প্রশংসার নয়, ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। যারা রক্ত দিয়েছেন, কলম দিয়ে লড়েছেন কিংবা জীবন উৎসর্গ করেছেন— তাদের নাম সম্মানের সঙ্গেই লেখা থাকবে।”
জামায়াত নেতার মতে, যাকাতভিত্তিক এই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু দারিদ্র্য হ্রাস নয়, গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরির পথও খুলে যাবে।
মন্তব্য করুন
