বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়ার জানাজায় ভারত–পাকিস্তান স্পর্শকাতর মুহূর্ত: জয়শঙ্কর প্রসঙ্গে আয়াজ সাদিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান স্পিকার সরদার আয়াজ সাদিক
expand
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান স্পিকার সরদার আয়াজ সাদিক

ঢাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে শোক জানাতে এসে দেখা হয়েছিল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের। দেশে ফিরে আকষ্মিক এই সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছেন সরদার আয়াজ সাদিক।

জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, গত মে মাসের যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগের সূচনা করে ভারতীয় পক্ষই।

তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদের একটি কক্ষে পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল এবং বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠিক তখনই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল সেখানে প্রবেশ করে।

পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বলেন, কক্ষে ঢুকেই এস জয়শঙ্কর প্রথমে অন্য প্রতিনিধি দলকে অভিবাদন জানান। এরপর তার দিকে এগিয়ে এসে করমর্দন করেন।

সাদিক বলেন, আমি তখন পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে কথা বলছিলাম। তিনি এসে আমাকে অভিবাদন জানান এবং নিজের পরিচয় দেন। আমি যখন নিজের পরিচয় দিতে যাচ্ছিলাম, তিনি বললেন- ‘এক্সেলেন্সি, আমি আপনাকে চিনি, পরিচয় দেওয়ার প্রয়োজন নেই।’

তিনি জানান, এস জয়শঙ্করের সঙ্গে ক্যামেরাও ছিল, যা থেকে বোঝা যায়- এই সাক্ষাৎ রেকর্ড হবে এবং গণমাধ্যমে প্রচারিত হবে। এ নিয়ে তিনি পুরোপুরি সচেতন ছিলেন। সাদিক বলেন, ‘তিনি (এস জয়শঙ্কর) ঠিকই জানতেন তিনি কী করছেন এবং এটি মিডিয়ায় কভার হবে।’

ওই সময় কক্ষে উপস্থিত সবার দৃষ্টি দুজনের সাক্ষাতের দিকেই ছিল উল্লেখ করে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার মন্তব্য করেন, এস জয়শঙ্করকে একজন চতুর রাজনীতিক হিসেবে বর্ণনা করেন, যিনি মুহূর্তটির গুরুত্ব ও প্রতীকী দিক ভালোভাবেই বুঝেছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথা জানিয়েছেন।

তিনি জানান, জানাজাস্থলে যাওয়ার পথে জনসাধারণের প্রতিক্রিয়া ছিল উল্লেখযোগ্য। তার গাড়িতে পাকিস্তানের পতাকা ছিল, যা দেখে পথে মানুষ হাত নেড়ে অভিবাদন জানায়। এ সময় তিনি পাকিস্তানের পক্ষে স্লোগান শুনেছেন বলেও উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X