

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বলেছেন, আসন সমঝোতার অংশ হিসেবে জামায়াতকে কয়েকটি গুরুত্বপূর্ণ আসন ছাড় দিতে হচ্ছে, যা চূড়ান্ত তালিকা প্রকাশের পর অনেকের মধ্যে হতাশা তৈরি করতে পারে। তবে দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় এই বাস্তবতাকে ইতিবাচকভাবেই গ্রহণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে তিনি জানান, আসন বণ্টনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে মাত্র ১০ থেকে ১২টি আসনে চূড়ান্ত সমন্বয়ের কাজ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান উত্তেজনাপূর্ণ আলোচনা বা আবেগঘন মন্তব্য সমঝোতার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলছে না বলেও তিনি উল্লেখ করেন। বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই প্রতিটি রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছেছে বলে তার মন্তব্য।
নূর মোহাম্মদ আবু তাহের আরও বলেন, অনেকেই বিষয়টির দীর্ঘমেয়াদি দিকটি বিবেচনায় নিচ্ছেন না। এই রাজনৈতিক সমঝোতার প্রভাব শুধু জাতীয় সংসদ নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে না; পরবর্তী সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এর প্রতিফলন দেখা যাবে। যারা এই মুহূর্তে ত্যাগ স্বীকার করছেন, তাদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে আরও সুযোগ তৈরি হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অ্যাক্টিভিস্টের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ দলের অবস্থান থেকে কথা বলছেন- এটি স্বাভাবিক। তবে অন্য দল বা পক্ষকে নেতিবাচকভাবে উপস্থাপন করা রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
কেউ যদি বঞ্চনার অনুভূতি পোষণ করেন, তবে তা নিজ দলের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে তিনি মত দেন।
পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক জোটের সম্প্রসারণ বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা।
আসন্ন সংসদ নির্বাচনের ফলাফল ভবিষ্যৎ নির্ধারণ করবে, তবে বর্তমান সময়টি দেশের রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ১০ দলীয় নির্বাচনী মোর্চাকে অভিনন্দন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন

