

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর পল্টনে ফ্যাসিবাদের বিরোধিতায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
শনিবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “পল্টনে আজ ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করতে জামায়াতে ইসলামীর নেতাদের ভূমিকার জন্য ধন্যবাদ। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো আপস নয়। যারা ফ্যাসিবাদকে আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেই আমাদের ঐক্য গড়ে উঠবে।”
দিনের earlier সময় রাজধানীর কাকরাইলে অনুমতি ছাড়াই একটি সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি (জাপা)। তবে পুলিশের বাধায় সমাবেশটি শুরু হওয়ার আগেই পণ্ড হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ দলের শীর্ষ নেতারা।
পরে জাপা মহাসচিব সাংবাদিকদের বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে স্বল্প পরিসরে সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ অযৌক্তিকভাবে সেটি ভণ্ডুল করা হয়েছে।”
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, “জাতীয় পার্টি কর্মসূচির জন্য আবেদন করেছিল, তবে অনুমতি দেয়া হয়নি। রাস্তার ওপর তারা সমাবেশ করতে পারে না।”
এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে পল্টন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল বের করেন। সেখানে তারা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন।
মন্তব্য করুন
