

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা রাজনৈতিক ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছেন।
তিনি দাবি করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে এসব ‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করতে হবে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, “যেদিন এনজিও ঘরানার উপদেষ্টারা শপথ নিয়েছেন, সেদিন থেকেই গণঅভ্যুত্থান ব্যর্থতার দিকে গেছে। কিন্তু আমরা চাই না সেই আন্দোলন ব্যর্থ হোক।”
তিনি আরও বলেন, “নির্বাচন বানচালের মাধ্যমে যদি অভ্যুত্থান ভেস্তে যায়, তার দায় নাহিদ ইসলামকেও নিতে হবে।”
নির্বাচন ব্যবস্থার বিষয়ে রাশেদ খাঁন বলেন, “বাংলাদেশের বাস্তবতায় সংসদের নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা কার্যকর নয়। এটি চালু হলে সংসদ সদস্যদের কেনাবেচার সংস্কৃতি তৈরি হবে।”
এর আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন যে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং এখন নিজেদের নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করেছিলাম নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোকে, কিন্তু সেখানে প্রতারণার শিকার হয়েছি। অনেকেই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”
নাহিদের এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। বিভিন্ন ফেসবুক পেজে তার বক্তব্যের ভিডিও ও পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।
মন্তব্য করুন
