

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিঙ্গাপুরে অনেকটা সুস্থ্য হয়ে উঠেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।
চিকিৎসা শেষে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তার আগমনে দলের নেতাকর্মীরা উৎজীবিত। তাদের ধারণা তিনি আবারও জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলনে নেতৃত্ব দেবেন। তার আগমণে এই আন্দোলন তীব্র আকার ধারণ করবে।
তিনি জানান, দীর্ঘ ১২ দিন সিঙ্গাপুরে অবস্থান করে সেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন নুরুল হক নুর। এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে যান।
সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিকস ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। সংঘর্ষ থামাতে গেলে পুলিশের লাঠিচার্জে আহত হন তিনি। প্রাথমিকভাবে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মন্তব্য করুন
