রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে মারধর, ছাত্রদলের ২ নেতা গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
গ্রেফতার দুই ছাত্রদল নেতাকর্মী
expand
গ্রেফতার দুই ছাত্রদল নেতাকর্মী

বরিশালের গৌরনদীতে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে মারধরের ঘটনায় পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ দুই অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে তাদের বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—পৌরসভার লাখেরাজ কসবা এলাকার মিজান আকনের ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫) এবং টরকীরচর এলাকার ইউসুফ আলী হাওলাদারের ছেলে ছাত্রদল কর্মী শওকত হাওলাদার (৩৮)।

ভুক্তভোগী ব্যবসায়ী আজিজুল হক ঢাকায় ব্যবসা করেন। তার স্ত্রী ছালমা আক্তার শুক্রবার রাতে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখসহ আরও ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এজাহারে বলা হয়, আজিজুল হকের নির্মাণাধীন ভবনের কাজে নজরদারি করতে তিনি এলাকায় গেলে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। এর আগে “মিষ্টি খাওয়ার” কথা বলে তারা ১০ হাজার টাকা নিয়েছিল বলেও অভিযোগ রয়েছে। টাকা না দেওয়ায় শুক্রবার সকাল ১১টার দিকে আসামিরা বাড়িতে হামলা চালালে আজিজুলের স্ত্রীসহ তিন নারী আহত হন।

তদন্ত কর্মকর্তা ও গৌরনদী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে গৌরনদী বন্দরের বালুমাঠ এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন