শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের ইসলাম আর আমার বিশ্বাস এক নয়: বিএনপি নেতা ফজলুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান
expand
বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান

বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তাঁর ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও জামায়াতে ইসলামী যে ব্যাখ্যায় ইসলাম উপস্থাপন করে—দুটির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতবর্ষে যেসব সুফিবাদী পীর–আউলিয়া ইসলাম প্রচার করেছেন, তিনি তাঁদের ধারার অনুসারী। তাঁর ভাষায়, “জামায়াত তো ওহাবী মতবাদের অনুসারী। তারা নবীকে ‘আমাদের বড় ভাই’—এভাবে ব্যাখ্যা করে; যা আমার বিশ্বাসের সাথে যায় না।”

তিনি আরও উল্লেখ করেন, ধর্মের আধ্যাত্মিক দিক ছাড়া কোনো ধর্ম পূর্ণতা পায় না। ফজলুর রহমানের দাবি, জামায়াতের বর্তমান আমির অতীতে জাসদের রাজনীতি করেছেন এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, পরে হঠাৎ করেই ধর্মীয় নেতৃত্বে উঠে এসেছেন। তাঁর মন্তব্য—“আজকে তিনি যেন হঠাৎ আকাশ থেকে অবতীর্ণ হয়ে ধর্মের খাদেম হয়ে গেছেন।”

জামায়াত আমিরকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি যে ধর্মের কথা বলেন, সেটা কেমন ইসলাম—এসে আলোচনা করলে বুঝতে পারবেন। আল্লাহর রহমতে পীর–আউলিয়া, কুতুব, দরবেশদের দোয়া আমি পেয়েছি। শাহজালাল-শাহপরানের আধ্যাত্মিক ধারার সঙ্গে আমি যুক্ত।”

ইসলামের মূল উপাদান সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “মারফত ও তরিকত না থাকলে ধর্মের পূর্ণতা আসে না। জামায়াত এসব মানে না। শরীয়তের বিধান আছে—কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত—কিন্তু সঙ্গে আধ্যাত্মিক উপলব্ধিও থাকতে হবে। নবী করিম (সা.)-এর মিরাজ, তাঁর ‘খাতিমুন্নবী’ হওয়ার বিষয়টি বিশ্বাস না করলে তা ইসলাম বিরোধী।”

তিনি আরও বলেন, “জামায়াত যে ইসলামের ব্যাখ্যা দেয়, তা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার বিশ্বাস হযরত মুহাম্মদ (সা.)-কে কেন্দ্র করে; তাদের ব্যাখ্যা আলাদা।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন