বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩০ এএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
expand
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং দলটির নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

বুধবার (১২ নভেম্বর) রাতে শহরের শহীদ আসিফ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্ত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য দেন শিবিরের শহর সভাপতি আল মামুন, জেলা সভাপতি জুবায়ের হোসেন, সাবেক সভাপতি খোরশেদ আলম, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব মাকছুদুর রহমান এবং শহর সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতের মতো আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা বলেন, গণহত্যার বিচারে ধীরগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ ফের নাশকতার পথে হাঁটছে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আওয়ামী লীগের অতীত ও চলমান গণহত্যার বিচার সম্পন্ন এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন