বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য জরুরি: তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:১২ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্যই দেশের প্রকৃত শক্তি, আর বিভাজনই দুর্বলতার কারণ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, এ বছর কৃষকরা বিশেষভাবে আলুর বাজার নিয়ে সমস্যায় পড়েছেন। অথচ একটি দলের ইচ্ছা পূরণে গণভোট আয়োজনের নামে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের কাছে ন্যায্য দামে আলু বিক্রি করাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল ভেবে নিজেদের স্বার্থে চাপ প্রয়োগ করে, অথবা বিএনপির জনপ্রিয়তা ঠেকাতে অনৈতিক কৌশল নেয়, তাহলে সেটি শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই বিপর্যয় ডেকে আনবে।

তিনি সব রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, অন্তর্বর্তী সরকারকে ভয় দেখিয়ে নয়, বরং আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান প্রমাণ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াইয়ের সময় এখনই।

সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে, তার মধ্যে বাংলাদেশও অন্যতম। অথচ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও সড়ক নিরাপত্তা যেন আলোচনার অগ্রাধিকারে আসেনি।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও সাত্তার পাটোয়ারী।

এ ছাড়া বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন