মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জোর করে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়: রুমিন ফারহানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা
expand
ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকা স্বাভাবিক, তাই জোর করে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায় না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব নীতি, অবস্থান ও সংবিধানভিত্তিক মতামত রয়েছে। তাই এক টেবিলে বসলে মতের ভিন্নতা থাকবেই— সেই ভিন্নতার মধ্য থেকে কতটা সমঝোতায় আসা যায়, সেটাই বড় চ্যালেঞ্জ।”

রুমিন ফারহানা বলেন, “সব ইস্যুতে দলগুলো একেবারে ভিন্ন অবস্থানে নেই। যেমন, প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না— এ বিষয়ে বিএনপি নমনীয় অবস্থান নিয়েছে। সংসদে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়েও দলগুলোর মধ্যে বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া এবং সংসদের কিছু গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়ার বিষয়ে বিভিন্ন দল ঐকমত্যে পৌঁছেছে। এমনকি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি নিয়েও বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও ভবিষ্যতে আলোচনার সুযোগ রেখেছে।”

সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে রুমিন বলেন, “গণভোট আমাদের বর্তমান সংবিধানে নেই। প্রথমে বিএনপি এর বিরোধিতা করেছিল, কিন্তু পরে আলোচনা শেষে তা গ্রহণযোগ্য বলেই মেনে নেয়। তবে এ বিষয়ে জনমতের প্রতিফলন গুরুত্বপূর্ণ। জনগণ কী চায়, তা বিবেচনায় নিতে হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন