মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন পেছানোর জন্য ওপর থেকে ওহি নাজিল হয়েছে: সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম
ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম
expand
ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ‘রান উইথ শিবির’ কর্মসূচিতে অংশ নিয়ে নির্বাচন পেছানো নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

তিনি বলেন, “জকসু নির্বাচনের তারিখ পেছানোর পেছনে প্রভাবশালী মহলের (ওহি নাজিল) হয়ে থাকতে পারে। আমরা চাই না শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হোক।”

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচি শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সকাল সাড়ে ৬টার দিকে শুরু হওয়া দৌড়টি ক্যাম্পাস থেকে বের হয়ে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয়।

শারীরিক সক্ষমতার গুরুত্ব উল্লেখ করে সাদিক কায়েম বলেন, “আজকের আয়োজন তরুণদের মাঝে ফিটনেসের বার্তা ছড়িয়েছে। আমাদের তরুণ সমাজকে সুস্থ থাকতে হবে, তাহলেই দেশ গড়ার কাজে তারা ভূমিকা রাখতে পারবে।”

এর আগে ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচিতে প্রায় তিন হাজার শিক্ষার্থী নিবন্ধন করেন, যার মধ্যে প্রায় শতাধিক নারী শিক্ষার্থীও ছিলেন। তবে তারা মূল দৌড়ে অংশ নেননি বলে আয়োজক সূত্রে জানা গেছে।

কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ। তিনি বলেন, “দেশে নানা ধরনের সংকট দেখা দিয়েছে। তরুণ প্রজন্ম যদি সচেতন ও সুস্থ থাকে, তাহলে কোনো শক্তিই জাতীয় ঐক্য নষ্ট করতে পারবে না।”

জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম জানান, “আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়া। ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়েই আমরা এ আয়োজন করেছি।”

কর্মসূচিতে সংগঠনের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, আসাদুল ইসলাম, বর্তমান সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন