শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের সংঘর্ষ নিয়ে বিএনপির কঠোর অবস্থান: আমীর খসরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৪ পিএম আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেখানে দুই পক্ষের মধ্যে সন্ত্রাসী ধাঁচের সংঘাত হয়েছে, আর বিএনপি বিষয়টি কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না।

তাঁর মতে, যারা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বা বিলম্বিত করতে চায়, তারা এই বিভেদের সুযোগ নিচ্ছে। সরকারকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, সরকারকে এখন সচেতন থাকতে হবে যাতে কোনো পক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে।

বিএনপির সংস্কার ভাবনার প্রসঙ্গে তিনি আরও বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়েই বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছিল।

তারেক রহমান দলের পক্ষ থেকে ২৭ দফা, পরবর্তীতে ৩১ দফা প্রস্তাব দেন— যার উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসা এবং জাতীয় সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করা।”

তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার গঠন করলে প্রথম বছরেই এক কোটি মানুষের কর্মসংস্থানের পদক্ষেপ নেওয়া হবে।

তারেক রহমানকে ‘গণতন্ত্রের বাতিঘর’ হিসেবে উল্লেখ করে আমীর খসরু বলেন, “তিনি বহুদলীয় গণতন্ত্রের ধারক এবং খালেদা জিয়ার মতোই স্বৈরাচারের বিরুদ্ধে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলে এলাহি। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আনোয়ার উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম কামরুল আহসান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য দিল রওশন জিন্নাত এবং এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ অন্যান্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন