

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই পদ্ধতি কার্যকর হলে এমনও হতে পারে যে দেশে কোনো সরকারই গঠন করা সম্ভব হবে না।
এই ব্যবস্থায় নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি না হয়ে দলীয় প্রতিনিধি হয়ে উঠবেন।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ অভিযোগ করে বলেন, “কিছু ব্যক্তি নন-ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত বা বাতিলের চেষ্টায় রয়েছে। এটি এক ধরনের ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বর্তমান সরকারকে দায়িত্ব ছাড়তে হবে।”
সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “ফেব্রুয়ারি মাসই নির্বাচনের জন্য উপযুক্ত সময়।
এর পর নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই। পিআর পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
মন্তব্য করুন
