শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতসহ ৮ দলের ঢাকায় মহাসমাবেশ ১১ নভেম্বর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
expand
কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত আটটি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়ার পর রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, “প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালকের মাধ্যমে স্মারকলিপি গ্রহণের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা সরাসরি প্রধান উপদেষ্টার কাছেই তা দিতে চেয়েছি। পরবর্তীতে তাঁর নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।”

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “১১ নভেম্বর ঢাকায় লক্ষাধিক মানুষের সমাবেশের আগে সরকার যেন আমাদের পাঁচ দফা দাবিকে সম্মান জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। অন্যথায় রাজধানীর পরিস্থিতি পাল্টে যাবে।”

এর আগে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১১ তারিখে ঢাকায় সর্বাত্মক আন্দোলন হবে। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না, প্রয়োজনে তা দুই মাস পিছিয়ে দেওয়া যেতে পারে।”

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন