

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নিরাপত্তার স্বার্থে সারা ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তার মাঝেও মহানগর ছাত্রদল কর্মী মাসুদ রানাকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১০ ই সেপ্টেম্বর) রাত সাড়ে বারোটার পরে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সংলগ্ন হাজী মোহাম্মদ মহসিন হলের গেট থেকে শিক্ষার্থীরা ওই বহিরাগত ছাত্রদল কর্মীকে আটক করে।
ভোট গ্রহণ শেষে এখনো চলছে গণনা কার্যক্রম। অন্যদিকে ক্যাম্পাসের চারপাশে ছাত্রদল ও জামাতের মহানগরের নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গিয়েছে।
জানা যায়, শিক্ষার্থীদের চাপের মুখে সে স্বীকার করে শাহবাগ মোড়ের ওই পাশ দিয়ে সে ক্যাম্পাসে প্রবেশ করেছে। একই সাথে সে নিজেকে রোকেয়া হলের সাংবাদিক পরিচয় ও দেয়।
পরবর্তীতে সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামের উপস্থিতিতে শিক্ষার্থীরা ওই বহিরাগত ছাত্রদল কর্মীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করে।
সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামের নিকট সে তার বাড়ি রংপুর বলে স্বীকার করে। সে বলে ঢাকাতে নাকি জব করে।
উল্লেখ্য যে, ধরা পড়ার পর শিক্ষার্থীরা তার ফোন চেক করে মহানগর ছাত্রদলের কর্মী পরিচয়টি সম্পর্কে নিশ্চিত হয়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
