

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির পরিবেশ তৈরি করা হচ্ছে।
রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এর আগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই দিনটি আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে।
কারণ এখন মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। সবাই ভাবছে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কি ঘটতে পারে।
তিনি আরও বলেন, দেখা যাচ্ছে, দেশের শত্রুরা আবারও সক্রিয় হয়ে উঠছে। যত সময় যাচ্ছে, ততই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে—যা দিয়ে দেশের ভেতরে নৈরাজ্য তৈরি করার প্রক্রিয়া চলছে।
বিএনপি মহাসচিব বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ বাংলাদেশ আজ একটি সংকটময় সময়ে দাঁড়িয়ে আছে।
মন্তব্য করুন
