রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমি ঢাকায় দাঁড়াব, বাকিদের তালিকা শীঘ্রই: নাহিদ ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
expand
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাঁরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি নিজে রাজধানী ঢাকার একটি আসন থেকে প্রার্থী হবেন।

রোববার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, আমরা সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। প্রার্থীদের নাম চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, এই মাসেই তালিকা প্রকাশ করা হতে পারে।

কোন আসন থেকে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঢাকার সন্তান। ঢাকাতেই দাঁড়াব।

এ সময় তিনি জানান, সংগঠনের ভিত্তি শক্ত করতে এনসিপি সারা দেশে সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে। বর্তমানে দলটির ৫০টির বেশি জেলা ও ৩২৩টি উপজেলা কমিটি সক্রিয় রয়েছে। যেসব এলাকায় এখনো কমিটি হয়নি, সেখানে চলতি মাসের মধ্যেই কমিটি গঠন করা হবে বলে জানান দলের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন