

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা উচিত।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “যদি নির্যাতন, ভোটাধিকার হরণ কিংবা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যেতে পারে, তবে একই যুক্তিতে জামায়াতকেও নিষিদ্ধ করা উচিত। একই অপরাধে ভিন্ন বিচার হতে পারে না।”
আলাল আরও বলেন, “জামায়াত এখন নিজেদের রূপ বদলে নতুনভাবে হাজির হয়েছে। তারা নানা সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু মূল উদ্দেশ্য বিএনপিকে দুর্বল করা। জনগণ এই মুখোশের আড়ালের চেহারা চিনে ফেলেছে।”
বিএনপির এই নেতা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি-ই এখন মূল শক্তি, অথচ এই শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে।
মন্তব্য করুন
