

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাকি ৫০০ বা ১,০০০ টাকায় ভোট বিক্রি করেছে—ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এমন মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ।
তিনি নুরের ওই বক্তব্যকে শিক্ষার্থীদের জন্য ‘অপমানজনক ও অসম্মানজনক’ আখ্যা দিয়ে বক্তব্য প্রত্যাহার ও শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান আরিফ।
পোস্টে তিনি লেখেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা দিয়ে কেনা যায় না। এই প্রজন্ম নিজের ভোটাধিকারের বিষয়ে সচেতন। তারা টাকার বিনিময়ে বা চটকদার কথায় প্রভাবিত হয় না। যারা স্বার্থের কাছে নিজেদের বিক্রি করে, তারাই শিক্ষার্থীদের বিক্রি করার স্বপ্ন দেখতে পারে। শিক্ষার্থীরা অতীতেও এমনদের প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা সততা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জনে বিশ্বাসী। ডাকসুর সাবেক সহসভাপতি ও একটি রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে এমন বক্তব্য শুনে আমরা ব্যথিত। এই মন্তব্য শিক্ষার্থীদের ম্যান্ডেটকে অসম্মান করে। তাই নুরুল হক নুরের প্রতি আহ্বান জানাই—বক্তব্যটি প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান।”
মন্তব্য করুন
