

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা অস্বীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির দাবি, ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি ও সম্পাদিত—এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মহাসচিবের কণ্ঠ ও ছবি বিকৃত করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়।
বিবৃতিতে বলা হয়, “কিছু কুচক্রী ব্যক্তি পুরনো প্রেস কনফারেন্সের দৃশ্য ও বক্তব্য জোড়া লাগিয়ে কিংবা কণ্ঠ অনুকরণ প্রযুক্তি ব্যবহার করে একটি মনগড়া ভিডিও তৈরি করেছে, যেখানে দেখা যাচ্ছে মহাসচিব নাকি এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করছেন। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”
বিএনপি জানায়, এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। দলটি সকল নেতাকর্মী ও নাগরিককে এমন ভুয়া ও প্রযুক্তিনির্ভর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মন্তব্য করুন
