রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে সতর্ক করলেন বিজেপির পার্থ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম
আন্দালিব রহমান পার্থ
expand
আন্দালিব রহমান পার্থ

ভোলা সদরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১ নভেম্বর) জোহরের নামাজের আগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দলীয় সূত্র।

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঘটনার নিন্দা জানিয়ে রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

সেখানে তিনি উল্লেখ করেন, “ভোলা সদরে আমাদের বিশাল মিছিল হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেয়। মিছিল শেষ হওয়ার পর অফিসে অল্পসংখ্যক কর্মী অবস্থান করছিল। ঠিক তখনই বিএনপির কয়েক শ’ নেতাকর্মী হঠাৎ আক্রমণ চালায়, অফিস ভাঙচুর করে এবং আমাদের কর্মীদের মারধর করে।”

পার্থ বলেন, “এই ধরনের কর্মকাণ্ড কেবল দুঃখজনকই নয়, এটি জাতীয়তাবাদী ঐক্যের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। এমন আচরণ অব্যাহত থাকলে সারাদেশে এর নেতিবাচক প্রভাব পড়বে।”

তিনি আরও আহ্বান জানান, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সংযম ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে, “কারণ ঐক্যের বিকল্প নেই।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন