শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে গণভোটের প্রশ্নই আসে না: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সুযোগ নেই।

তিনি বলেন নির্বাচনের আগে গণভোটের প্রশ্নই আসে না। বর্তমান অচলাবস্থার দায়ভার সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের, যারা জনগণকে ভুল পথে পরিচালিত করছে।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে জাতিকে একাত্তরের ইতিহাস থেকে দূরে সরিয়ে দিতে চায়। কিন্তু সেই ইতিহাস মুছে ফেলার কোনো সুযোগ নেই। কারণ, স্বাধীনতার সেই যুদ্ধের ভেতর দিয়েই আমাদের রাষ্ট্রের জন্ম হয়েছে।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তারাই এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলে আখ্যা দিয়েছিল—জাতি সেটা ভোলেনি।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, অভ্যুত্থানের পর দ্রুত নির্বাচন হলে আজকের এই সংকট তৈরি হতো না। আমাদের ৩১ দফায় রাষ্ট্র ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাব স্পষ্টভাবে দেওয়া আছে। আমরা সংস্কারের পক্ষে আছি। কিন্তু পিআর না হলে নির্বাচন হবে না—এমন দাবি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, বিএনপি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারের বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি বর্তমানে ভারতে অবস্থান করে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই, তাকে বাংলাদেশে ফিরিয়ে দিন, কারণ তার বিরুদ্ধে জনগণের দায়-দায়িত্ব রয়েছে এবং তাকে বিচার মুখোমুখি হতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন