

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যদি বিএনপি গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেয়, তবে পুরো প্রক্রিয়াটিই অর্থহীন হয়ে পড়বে। এতে নতুন রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ঐকমত্য কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে বিএনপির আপত্তি বা ভিন্নমত বিবেচনায় নেওয়া হয়নি। আরও কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, যা ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরি করছে। সংসদে আলোচনা ছাড়াই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার দৃষ্টান্ত বিশ্বের কোথাও নেই।”
তিনি আরও বলেন, “যারা অতীতে গণহত্যা চালিয়ে অর্থ লুট করে বিদেশে পালিয়েছে, তারা কখনোই চায় না সুষ্ঠু নির্বাচন হোক। এমনকি আন্তর্জাতিক অঙ্গনের অনেক দেশও এই নির্বাচনী প্রক্রিয়াকে সহজভাবে নিচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলছেন—আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন গ্রহণযোগ্য হবে?”
দুদুর মতে, “দেশে বিএনপি ও সরকারের মধ্যে এখন কোনো টানাপোড়েন নেই, তবে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।”
সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিমসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
