বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশ বিএনপি: সালাহউদ্দিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ডে হতাশ বিএনপি।

বুধবার (২৯ অক্টোবর) হোটেল লেকশোরে এক সেমিনারে তিনি বলেন, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত দলিলের বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে অন্তর্ভুক্ত হয়নি। সেখানে বলা হয়েছিল, ৪৮টি দফার ওপর গণভোট হবে। আমাদের সঙ্গে এই আলাপ হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, এত আলোচনা ও প্রচেষ্টা করেও শেষ পর্যন্ত যা স্বাক্ষরিত হয়েছে, তাতে জুলাই সনদ সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। এতে শুধুমাত্র কমিশন এবং দুই-একটি দলের প্রস্তাব রয়েছে।

সালাহউদ্দিন আরও বলেন, কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য স্থাপন, কিন্তু তাদের প্রস্তাবে জাতিকে বিভক্তি সৃষ্টি হবে, অনৈক্য তৈরি হবে এবং কোনো প্রকৃত ঐকমত্য হবে না। তাদের লক্ষ্য ও অর্জনের উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না।

আরপিও এবং জোটের প্রতীকের বিষয়ে তিনি বলেন, যেকোনো জোটবদ্ধ রাজনৈতিক দলের উচিত ছিল স্বাধীনভাবে নিজেদের প্রতীকে বা জোটের প্রতীকে অংশ নেওয়া। হঠাৎ অগণতান্ত্রিকভাবে বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও তাদের নির্দিষ্ট প্রতীকে নির্বাচন করতে হবে। আরেকটি রাজনৈতিক দল সেটিকে সমর্থন করছে, যা আমরা আশা করি না।

তিনি আশা প্রকাশ করেন, “বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ভূমিকা রাখবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন