

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু এর মধ্যেই পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন দাবি করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতা মাহাবুব হোসেন জোমাদ্দার ও তাঁর সমর্থকরা।
সোমবার (২৭ অক্টোবর) রাতে ইউনিয়নের বিভিন্ন স্থানে এই আয়োজনের পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
“মনোনয়ন পাইনি, এটি সম্পূর্ণ গুজব” — কেন্দ্রীয় নেতাদের প্রতিক্রিয়া
বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন বলেন, “বাউফল থেকে মনোনয়ন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গুলশানে এক বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেবল সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেছেন।”
তিনি আরও জানান, মাহাবুব জোমাদ্দারের মনোনয়ন পাওয়ার খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার জানান, “দলীয়ভাবে এখনো কাউকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। সবাই কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। গুজবে কান না দেওয়ার জন্য আমরা কর্মীদের নির্দেশ দিয়েছি।”
এদিকে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন বলেন, “মনোনয়ন প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে। কোনো সবুজ সংকেত বা অনুমোদন কেউ পায়নি। যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো গুজব। এসব প্রচারণার সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব জোমাদ্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।
মন্তব্য করুন
