বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের যে সতর্কবার্তা দিলেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দলের মনোনয়নপ্রত্যাশীদের সতর্ক ও নির্দেশমূলক বার্তা দিয়েছেন। দলের স্থায়ী কমিটির বৈঠকের আগে তিনি নেতাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হলে প্রতিপক্ষ সুযোগ পাবে এবং দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার (২৭ অক্টোবর) তিনি পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বার্তা দেন।

এই সভা সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর মনোনয়নপ্রত্যাশী নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বিকেলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবেও পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি।

বিএনপির সূত্র জানায়, চলতি মাসের মধ্যে অন্তত ২০০ আসনের জন্য একক প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। তারেক রহমান সভায় বলেন, এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। যারা মনোনয়ন পাবেন না, তাদের বিভিন্নভাবে দল পুরস্কৃত করবে।

তিনি নেতাদের নির্দেশনা দেন মনোনয়ন পাওয়ার পরে আনন্দ মিছিল, মিষ্টি বা ফুল বিতরণ থেকে বিরত থাকতে। নেতাদের উদ্দেশ্য, দলীয় ঐক্য বজায় রাখা এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভার সঞ্চালক হিসেবে দায়িত্বে ছিলেন।

বিভিন্ন জেলার মনোনয়নপ্রত্যাশীরা জানিয়েছেন, তারেক রহমান দলের স্বার্থে নেতাদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ভোটারদের উদ্দীপিত করার জন্য জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করার নির্দেশনাও দিয়েছেন। তিনি দেশ, জাতি, গণতন্ত্র ও দলের ত্যাগের কথা স্মরণ করিয়ে নেতাদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন