

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দশটি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগপূর্ণ বক্তব্যে অশ্রুসিক্ত হন উপস্থিত নেতারা।
সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।
তারেক রহমান বলেন, আমার মা মৃত্যুর মুখোমুখি থেকেও আপনাদের ছেড়ে আসেননি। তিনি ছয়বার মৃত্যুর দ্বারপ্রান্তে গিয়েও আপোষ করেননি। কারণ তার জীবনের মূল লক্ষ্য ছিল জনগণের মুক্তি ও গণতন্ত্রের প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, যে মা নিজের বাড়ি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন সেই মা কখনো জনগণকে ছাড়েননি। আপনাদের দায়িত্ব এখন সেই ত্যাগের আদর্শ ধরে রাখা, ঐক্য বজায় রাখা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদাহরণ হিসেবে তুলে ধরে তারেক রহমান একটি হৃদয়স্পর্শী গল্প বলেন- ‘এক সন্তান নিয়ে দুই মায়ের দাবির ঘটনায় এক বিচারক বলেছিলেন, সন্তানকে ভাগ করে দেওয়া হবে। তখন আসল মা বলেছিলেন, ‘না, সন্তানকে ভাগ করবেন না তাকে সম্পূর্ণ দিন।’ আজ আমি চাই আপনারাও সেই মায়ের মতো হোন দলের ঐক্য যেন কোনোভাবেই ভাগ না হয়।
এই বক্তব্যের সময় তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত নেতারাও চোখের পানি ধরে রাখতে পারেননি বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, তারেক রহমানের বক্তব্য পুরো সভাকক্ষকে স্তব্ধ করে দিয়েছিল। তিনি যে ভালোবাসা, ত্যাগ আর আদর্শের কথা বলেছেন, তা আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে বলেছেন, যেন দলের সংহতি বিনষ্ট না হয়।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন। সভাটি চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গেও একই ধরনের বৈঠক করেছেন তারেক রহমান। তিনি প্রতিটি সভায় নেতাদের আহ্বান জানিয়েছেন, “ব্যক্তিগত স্বার্থ নয়, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। ধানের শীষের বিজয়ই হবে গণতন্ত্রের বিজয়।
খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, তারেক রহমান আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন, যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে ধৈর্য ও সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, ‘সভায় দেশ, জাতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনোনয়ন যে নেতাকেই দেয়া হোক না কেনো, ধানের শীষকে জেতাতে হবে। যে দলের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছি। ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বরিশাল-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও দলের স্বার্থে ঐক্য ধরে রাখার নির্দেশনা দিয়েছেন। আর যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।’
মন্তব্য করুন
