

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আকস্মিকভাবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন দলটির কুমিল্লার লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
জানা যায়, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের সম্ভাব্য প্রার্থী আবুল কালামের সমর্থনে ঢাকা গিয়েছিলেন ফারুক।
সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন—
“লাকসাম থেকে আমরা হাজার হাজার নেতাকর্মী গুলশান কার্যালয়ে এসেছি। আবুল কালামকে ধানের শীষ দিন, তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় হোক।”
মাত্র ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
বিএনপির পক্ষ থেকে গুলশানে অনুষ্ঠিত হয় কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে অংশ নেন। এ সময় লাকসাম থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী কার্যালয়ের সামনে জড়ো হন।
ঘটনার পর স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “ফারুক ভাই দীর্ঘদিন স্থানীয় আওয়ামী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, হয়তো অভ্যাসবশত মুখ ফসকে কথা বেরিয়ে গেছে।”
এ বিষয়ে নিজেই ব্যাখ্যা দিয়েছেন গোলাম ফারুক। তিনি বলেন, “হঠাৎ করেই সাংবাদিকরা কথা বলতে বলেন। কোনো প্রস্তুতি ছিল না। কেমন করে ‘জয় বাংলা’ মুখ থেকে বের হয়ে গেল, এখনো বুঝে উঠতে পারছি না। বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত।”
মন্তব্য করুন
