

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২৮ অক্টোবর বিকেল ৪টায় রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, বরিশালের ২০টি আসন থেকে মোট ৬০ জন সম্ভাব্য প্রার্থীকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।
ধারণা করা হচ্ছে, বৈঠকের পর থেকেই দক্ষিণাঞ্চলের প্রার্থীদের জন্য প্রাথমিক অনুমোদন বা সবুজ সংকেত দেওয়া শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের মধ্যে চূড়ান্ত প্রার্থীর তালিকা নির্ধারণ হতে পারে।
তবে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের কোনো প্রার্থীকে এবার তলব করা হয়নি। স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব ও মনোনয়নসংক্রান্ত জটিলতার কারণে বিষয়টি সরাসরি দলের হাইকমান্ড থেকে নিষ্পত্তি করা হবে বলে জানা গেছে।
দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে বেশিরভাগ আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
গত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়—যেখানে সাড়ে তিনশ’র বেশি প্রার্থীর মধ্য থেকে মাত্র ৫৩ জনকে সরাসরি ডাকা হয়েছিল।
দলের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, এবারের প্রার্থী বাছাই প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করছেন তারেক রহমান নিজে। মাঠপর্যায়ের তিন ধাপের প্রতিবেদনের সঙ্গে সাংগঠনিক মূল্যায়ন মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আগের মতো প্রভাবশালী নেতাদের তদবিরে নয়, এবার গুরুত্ব পাচ্ছেন জনপ্রিয় ও আন্দোলনে সক্রিয় ব্যক্তিরা।
বৈঠকে অংশগ্রহণকারীদের বিকাল ৩টার মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে। গুলশান অফিসের আশপাশে যানজট এড়াতে অংশগ্রহণকারীদের ১ কিলোমিটার দূরে গাড়ি রেখে বাকি পথ হেঁটে বা বিকল্প বাহনে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন—
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): সরফুদ্দিন সান্টু, কাজী দুলাল হোসেন, রওনাকুল ইসলাম টিপু ও সাইফ মাহমুদ জুয়েল।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ): রাজীব আহসান, মেসবাহউদ্দিন ফরহাদ, অ্যাডভোকেট হেলালউদ্দিন ও আব্দুল খালেক হাওলাদার।
বরিশাল-৫ (সদর): মজিবর রহমান সরোয়ার, আবু নাসের রহমতউল্লাহ, এবায়েদুল হক চাঁন ও মনিরুজ্জামান ফারুক।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ): আবুল হোসেন খান ও নজরুল ইসলাম খান রাজন।
ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন আসন থেকেও মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন—রফিকুল ইসলাম জামাল, গোলাম আজম সৈকত, মাহবুবুল হক নান্নু, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া, নজরুল ইসলাম খান, মাহমুদ হোসাইন (ভিপি মাহমুদ), রুহুল আমিন দুলাল, মেজর (অব.) হাফিজ উদ্দিন, নুরুল ইসলাম নয়ন, স্নেহাংশু সরকার কুট্টি, আলতাফ হোসেন চৌধুরী, মুনির হোসেন, শহিদুল আলম তালুকদারসহ আরও অনেকে।
দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “বৈঠকটি দলের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। বিএনপির মতো বড় দলে প্রতিটি আসনে যোগ্য প্রার্থী রয়েছেন। মনোনয়ন মানেই এমপি হওয়া নয়—এটি একটি ধাপ। চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করা।”
মন্তব্য করুন
